খেজুর (Dates)

utkristo
Utkristo Khejur Rabeya

এই পবিত্র মাসেও উৎকৃষ্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সুস্বাদু ও ভালো মানের খেজুর।

রমজানে সারাদিন রোজা রেখে শরীর হয়ে পড়ে ক্লান্ত এবং দুর্বল। এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন পুষ্টিকর ইফতার। ইফতারে পুষ্টিকর খাবার মেন্যুর প্রথম দিকেই থাকবে খেজুর। রোজায় খেজুরের উপকারিতার কথা বলে শেষ করা কঠিন।

তাই সম্মানিত ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে উৎকৃষ্ট নিয়ে এসেছে অত্যন্ত ভালো মানের খেজুর।

রমজান মাস খেজুর খাওয়ার জন্য খুবই জনপ্রিয় সময়। কারণ নবী (সাঃ) বলেছেন, “তোমাদের কেউ যখন ইফতার করে, তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ এটি বরকতময়। যদি না পাওয়া যায় তবে পানি দিয়ে ভেঙে ফেলুন কারণ এটি পবিত্র।” [তিরমিযি]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *